Working Principle of a Transformer

 



ট্রান্সফরমার যা সিলিকন স্টিলের তৈরি যার ল্যামিনেটেড কোরে দুটি কয়েল প্যাচানো হয়। এই দুটি কয়েলের মধ্যে কোন ইলেক্ট্রিক সংযোগ দেওয়া হয় না। regulation of a electrical device


একটি কয়েলে AC সরবরাহ দিলে যে মিউচুয়াল ফ্লাক্সের তৈরি হয় তা সেকেন্ড কয়েলে প্রবাহিত হয়। যে কয়েলে প্রবাহিত হয় সেটা প্রাইমারী কয়েল এবং দ্বিতীয়টিকে সেকেন্ডারী কয়েল বলা হয়। এখানে উল্লেখ্য যে মিউচুয়াল ফ্লাক্স পরিবর্তনশীল হওয়ায় প্রাইমারী এবং সেকেন্ডারী উভয় কয়েলে ভোল্টেজ উৎপন্ন হয় যেটাকেই ট্রানফর্মারের মূলনীতি বা কার্যনীতি হিসেবে ধরা হয়। সেকেন্ডারী কয়েলে যদি ভোল্টেজ দেওয়া হয় তবে লোড চলতে থাকে। regulation of a electrical device
ফ্যরাডের তড়িৎ চুম্বকায় আবেশের সূত্র হতে ইএমএফ আবিষ্ট হতে তিনটি জিনিসের দরকার হয়।
১। পরিবাহী;২। চুম্বকক্ষেত্র এবং ৩। চুম্বকক্ষেত্র কন্ডাষ্টরের মধ্যে সম্পর্কিত গতি।
এদের মধ্যে electromotive forceকটি অনুপস্থিত হলে থাকলে electromotive force electromotive force electromotive force electromotive force  electromotive force DC সরবরাহে ট্রান্সফরমার কাজ করে না কারণ DC তে কন্সট্যান্ট ফ্লাক্স উৎপন্ন হয়। যদি DC দেওয়া হয় তবে মিউচুয়াল ফ্লাক্স পরিবর্তনশীল হয় না। তাই প্রাইমারি সেকেন্ডারিতে কোন ভোল্টেজ উৎপন্ন হয় না।

 

আবার DC তে শুধুমাত্র DC রোধ কাজ করায় প্রাইমারি কারেন্টের পরিমাণ খুব বেশি হয়। ফলে ট্রান্সফরমার প্রাইমারি কয়েল গরম হয়ে পুড়ে যেতে পারে। তাই ট্রান্সফরমারে DC সরবরাহ দেওয়া যাবে না। ট্রান্সফরমার ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতিতে কাজ করে।

 

ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের মূলনীতি হল:
প্রতি সেকেন্ডে 108 ম্যাক্সওয়েল ফ্লাক্স কোন কন্ডাক্টরের প্যচকে ছেদ করলে কন্ডাক্টরে এক ভোল্টেজ উৎপন্ন হয়।


কোন ট্রান্সফরমারের প্রাইমারি কয়েলে যখন পরিবর্তনশীল ভল্টেজ উৎস হতে সরবরাহ করা হয় তখন প্রাইমারি কয়েলে পরিবর্তনশীল চুম্বকক্ষেত্রের সৃষ্টি হয়ে থাকে।চুম্বক ক্ষেত্রের ফ্লাক্স কোরের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে উভয় কয়েলের সঙ্গে সংযুক্ত হয়। তাই ফ্যারাডের বিদ্যুৎ চুম্বকীয় আবেশের সূত্র অনুযায়ী উভয় কয়েলে e.m.f আবেশিত হয় এবং প্রাইমারি কয়েলে আবেশিত e.m.f কে self induced e.m.f , সেকেন্ডারি কয়েলে আবেশিত e.m.f কে Mutual induced e.m.f বলা হয়। উভয় কয়েলে আবেশিত e.m.f-এর মান এদের নিজস্ব প্যাচ সংখ্যার সমানুপাতিক হয়।

 


No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.