এই কোর্সে আপনাকে স্বাগতম । আপনারা যারা মাইক্রোকন্ট্রোলার বা আরডিওনো নিয়ে কাজ করতে চান বা বিভিন্ন প্রজেক্ট নিজে ডেভলপমেন্ট করতে চান । তাদের জন্য এই কোর্সটি ।আপনারা যারা মাইক্রোকন্ট্রোলার কোডিং শিখতে চান । বিভিন্ন প্রজেক্ট ডেভেলপমেন্ট করার সময় কোডিং যখন করতে যান তখন কিন্তু বিভিন্ন সমস্যায় পড়ে থাকেন ।মাইক্রোকন্ট্রোলার কোডিং করে আপনি যদি কোনো প্রজেক্ট ডেভলপ করতে চান তাহলে কোডিংয়ের জ্ঞান আপনার কিন্তু বেসিক লেভেল থেকে জানতে হবে ।বেসিক লেভেল থেকে যদি আপনি কোডিংয়ের বিষয়টা না বোঝেন তাহলে আপনি কোডিং করতে পারবেন না । আপনারা যাতে কোডিং ভালোভাবে শিখতে পারেন এর জন্য আমি কোর্সটি নিয়ে এসেছি ।
এখন কি কি থাকছে এই কোর্সে ।শুধুকি মাইক্রোকন্ট্রোলারের কোডিং কিভাবে করা হয় সেইটা ?একটা ইলেকট্রনিক্স প্রজেক্ট ডেভেলপমেন্ট করতে কি কি জানা লাগে।চলুন আগে এই বিষয়গুলো জেনে নিব।
১।ইলেকট্রনিক্স কম্পোনেন্ট সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে ।
২।মাল্টিমিটার সম্পর্কে ভালভাবে জানা লাগবে।
৩।মাইক্রোকন্ট্রোলার কোডিং বা প্রোগ্রামিং এর জ্ঞান থাকা লাগবে ।
৪।বিভিন্ন সেন্সরের কাজ জানা লাগবে ।
৫।বিভিন্ন ইলেকট্রনিক্স মডিউল সম্পর্কে জানতে হবে যে এগুলো কিভাবে কাজ করে ।
৬।বিভিন্ন ডিসপ্লে কিভাবে প্রজেক্টে ব্যবহার করা হয় ।
৭। পিসিবি ডিজাইন ।
এই বিষয়গুলো সম্পর্কে যদি আপনি সুস্পষ্ট ধারণা রাখেন তাহলে কিন্তু যে কোনো প্রজেক্ট আপনি নিজে ডেভলপমেন্ট করতে পারবেন। উপরের এই সকল বিষয়গুলো আপনাদের ভালোভাবে শেখানো হয়েছে।যাতে আপনি ইলেকট্রনিক্স এর উপর বা মাইক্রোকন্টলার কোডিং এর উপর একজন এক্সপার্ট হয়ে যেতে পারেন । উপরের এই বিষয়গুলোর ওপর 100 প্লাস ভিডিও রয়েছে । প্র্যাকটিক্যাল এবং কোডিং সহকারে বোঝানো হয়েছে ।চলুন এখন আমরা জেনে নিব আমাদের এই কোর্সে কি কি বিষয় রয়েছে ।
Basic Part:
আরডিওনো বেসিক পার্টের একটা ভিডিও আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি আপনার ধারনা পাবেন ভিডিও গুলো কেমন হবে
এই পার্টে আপনাদের সেখানে হয়েছে আরডুইনো সফট্ওয়ারে কিভাবে ব্যবহার করতে হয় প্রটিয়াস সফটওয়্যার কিভাবে ব্যবহার করতে হয় ।আরডিওনো এবং প্রটিয়াস সফটওয়্যার ব্যবহার করার জন্য যাবতীয় টুলস এবং লাইব্রেরী ফাইল আপনাদের দিয়ে দেয়া হয়েছে ।যাতে এই দুটি সফটওয়্যার ব্যবহার করার জন্য আপনাদের কোনো সমস্যা না হয় ।এছাড়া বিভিন্ন আরডুইনো বোর্ডের পিন ডায়াগ্রাম এবং এগুলো ব্যবহারের নিয়ম দেখানো হয়েছে ।
Arduino Programming part:
আরডিওনো প্রোগ্রামিং পার্টের একটা ভিডিও আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি আপনার ধারনা পাবেন ভিডিও গুলো কেমন হবে
প্রপারলি ওয়েতে মাইক্রোকন্ট্রোলার কোডিং বা আরডুইনো কোডিং শেখার জন্য যে সকল বিষয়গুলো আপনার ভালোভাবে জানা লাগবে সে বিষয়ে সম্পর্কে আলাদা আলাদা ক্লাস নেয়া হয়েছে ।যাতে আপনি নিজে নতুন কোন কোডিং করে আপনার প্রজেক্ট ডেভলপমেন্ট করতে পারেন এবং কোন কোডিং আপনি এডিট করে আপনার নিজের প্রজেক্ট অনুযায়ী ব্যবহার করতে পারেন ।চলুন কি কি বিষয় রয়েছে জেনে নি ।
1.Data type input/output.
2.Conditional logic system.
3.Different Function create.
4.Operator.
5.Variable.
6.Array system.
7.String System.
8..Switch case statement.
এই বিষয়গুলো যদি আপনি ভালভাবে বুঝতে পারেন তাহলে যেকোনো কোডিং ক্রিয়েট করতে আপনার কোন সমস্যা হবে না ।
Multimeter Part:
এনালগ মাল্টিমিটার এবং ডিজিটাল মাল্টিমিটার যাতে প্রপারলি ভাবে ব্যবহার করতে পারেন এবং বিভিন্ন কম্পোনেন্ট পরিমাপ করতে পারেন সেই সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেয়া হয়েছে ।
Electronics Component Part:
বর্তমানে যে সকল ইলেকট্রনিক্স কম্পোনেন্ট ব্যবহার করা হয় বা বিভিন্ন ইলেকট্রনিক্স সার্কিট বোর্ডে যেসকল ইলেকট্রনিক্স কম্পোনেন্ট ব্যবহার করা হয় সে সকল ইলেকট্রনিক্স কম্পোনেন্ট সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেয়া হয়েছে ।এগুলো কিভাবে মাল্টিমিটারের সাহায্যে পরিমাপ করতে পারবেন এটা ভালো আছে কি মন্দ আছে এটা কিভাবে প্রপারলি একটা সার্কিটে ইউজ করবেন ব্যবহার করবেন সে সম্পর্কে আপনাদের ভালোভাবে ধারণা দেয়া হয়েছে ।কারণ শুধুমাত্র একটা প্রজেক্ট ডেভলপমেন্ট করতে গেলে শুধু মাইক্রোকন্ট্রোলার কোডিং জানলেই হবে না আপনার হার্ডওয়ার সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।
Display Video:
বিভিন্ন ডিসপ্লে যেমন 7 segment ডিসপ্লে,এলসিডি ডিসপ্লে এইগুলো বিভিন্ন প্রজেক্টে কিভাবে ব্যবহার করবেন কীভাবে কোডিং করে এগুলো ব্যবহার করা হয় সে সম্পর্কে ভালোভাবে বোঝানো হয়েছে ।যাতে যে কোন প্রজেক্টে এটি ব্যবহার করতে পারেন ।
Sensor Part:
বর্তমানে যে সকল সেন্সর বিভিন্ন প্রজেক্টে ব্যবহার করা হয় সেই সকল সেন্সর সম্পর্কে আপনাদের ধারণা দেয়া হয়েছে এবং এগুলো দিয়ে কিভাবে একটি প্রজেক্টে কাজ করবেন কিভাবে কোডিং করে মাইক্রোকন্ট্রোলার সাথে এটা বিভিন্ন প্রজেক্টে ব্যবহার করবেন সে সম্পর্কে আলাদা আলাদা ক্লাস নেয়া হয়েছে ।50 টিরও বেশি সেন্সর নিয়ে আপনাদের পরিচিত করানো হয়েছে এবং এগুলোর কোডিং দিয়ে মাইক্রোকন্ট্রোলার এর সাথে কিভাবে ব্যবহার করবেন আপনাদের বোঝানো হয়েছে এবং কোডিং গুলো আপনাদের দিয়ে দেওয়া হয়েছে ।
Module Part:
বর্তমানে যে সকল সার্কিট মডিউল বা সেন্সর মডিউল বিভিন্ন প্রজেক্টে ব্যবহার করা হয় সে সম্পর্কে পরিচিত করানো হয়েছে এবং কিভাবে একটা প্রজেক্টে ব্যবহার করবেন সে সম্পর্কে আপনাদের দেখিয়ে দেয়া হয়েছে ।বিভিন্ন মডিউল যাতে প্রটিয়াস সফট্ওয়ারে ব্যবহার করে আপনি যে কোন প্রজেক্ট চেক করে দেখতে পারেন এজন্য সেই লাইব্রেরী ফাইলগুলো দিয়ে দেওয়া হয়েছে ।
Bootload Video:
একটা আরডুইনো বোর্ড দিয়ে একটা প্রজেক্ট ডেভলপমেন্ট করতে গেলে অনেক খরচ পড়ে যায় । আপনি যাতে আরডিওনো বোর্ড ছাড়া শুধুমাত্র ওই মাইক্রোকন্ট্রোলার টা ব্যবহার করে কিভাবে একটা প্রজেক্ট ডেভলপমেন্ট করবেন সেই সম্পর্কেও আপনাদের দেখানো হয়েছে ।যাতে আপনার প্রজেক্ট এর খরচ অনেক কমে যায় ।
PCB Board Design:
একটা প্রজেক্ট ডেভলপমেন্ট করতে গেলে আরডুইনো কোডিং শেখা এবং বিভিন্ন কম্পোনেন্ট সম্পর্কে ধারণা রাখার পাশাপাশি আপনার কিন্তু পিসিবি ডিজাইন করার প্রয়োজন হতে পারে ।আপনি যাতে আপনার প্রজেক্ট এর পিসিবি ডিজাইন নিজে তৈরি করতে পারেন সে সম্পর্কে আপনাদের দেখানো হয়েছে ।
Different Project:
যখন এই সকল বিষয়গুলো আপনি ভালোভাবে শেষ করবেন তখন কিন্তু আরডিওনো যেকোনো কোডিং আপনি লিখতে পারবেন এবং যেকোন প্রজেক্ট কোডিং আপনি যদি ইন্টারনেট থেকে ডাউনলোড করেন সেই কোডিংকে এডিট করে আপনার নিজের মত করে করতে পারবেন ।
আপনি যখন এমন অবস্থায় উন্নত হবেন তখন আরও কিছু এডভান্স লেভেলের বিষয়গুলো আপনার জানতে হবে সে সকল বিষয়গুলো সম্পর্কে আমি আপনাদের ভিডিও দিয়েছি।যাতে আপনি অ্যাডভান্স লেভেলের বিভিন্ন প্রজেক্ট করতে পারেন ।
Free Code:
আমি পাঁচ বছরেরও বেশি সময় ধরে আরডিওনো বা মাইক্রোকন্ট্রোলার নিয়ে বিভিন্ন প্রজেক্ট ডেভলপমেন্ট করে আসছি । সেসকল কোডিং বা টুলস বা লাইব্রেরী ফাইলগুলো আপনাদের ফ্রিতে দিয়ে দেবো ।যাতে বিভিন্ন প্রজেক্ট ডেভলপ করার জন্য আপনারা একটা ধারণা পেতে পারেন কোডিং সম্পর্কে।সেই কোডিং গুলো আপনাদের দিয়ে দিব ।
Free support:
আপনাদের ফ্রি সাপোর্ট দেয়া হবে । আপনারা যদি এই কোর্সের কোন বিষয় না বোঝেন আপনাদের সাপোর্ট দেয়া হবে এবং অনলাইনে আপনাদের বিষয়টি বুঝিয়ে দেয়া হবে ।এছাড়া কোন কোডিং করার সময় আপনার যদি কোন সমস্যায় পড়ে থাকেন তাহলে সেগুলো সলভ করার ব্যবস্থা করা হবে ।এই সাপোর্ট পাওয়ার জন্য Arduino Project Help Zone এ যোগদান করে আমাদের সাথে যুক্ত হতে হবে ।তাহলে এই কোর্সের পাশাপাশি আপনি কিন্তু একটা সাপোর্ট টিম পাচ্ছেন ।এই গ্রুপে আরডিওনো নিয়ে কাজ করে এমন বিভিন্ন এক্সপার্ট রয়েছেন ।তারা আপনাকে অবশ্যই হেল্প করবে ।তাছাড়া আমি তো রয়েছি ।
সাপোর্ট পাওয়ার জন্য এই গ্রুপে যোগদান করুন ঃClick Here
এছাড়াও আপনি আমাদের ইউটিউব চ্যানেলে জয়েন হতে পারেন:Click here
কোর্স ফি কত ?
আপনারা একটু নিজেই চিন্তা করবেন এতগুলো বিষয় শেখানোর জন্য বাইরে কোর্স ফি কত হতে পারে?তাই আপনাদের কথা চিন্তা করে এবং দেশের সার্বিক ব্যবস্থা চিন্তা করে কোর্স ফি খুবই কম করা হয়েছে ।
যদি আপনারা শুধু কোডিং পার্ট নিতে চান তাহলে আপনারা এই কোর্সটা নিতে পারেন..
এই কোর্স টা নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করার জন্য ফেসবুক পেজে এসে ম্যাসেজ দিন।
ভাই আমি কোর্স টা কিনতে চাই, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে নক করছি
ReplyDeleteVi ame korta chi 🙂 🙂
ReplyDeletewhatsapp number-01743175953
DeleteIs the course available from INDIA.
ReplyDeleteyes-
Deleteplease contact whatsapp-01743174953
Vai ami nibo
ReplyDeleteplease contact with us-whatsapp-01743175953
DeleteIs the course available from India.i am interested this course.
ReplyDeleteplease contact with us-whatsapp-01743175953
DeleteBhai,amio nite chai.
ReplyDeleteplease contact with us-whatsapp-01743175953
Deleteআমি করব।
ReplyDeleteplease contact with us-whatsapp-01743175953
Deletei interested thise course
ReplyDeleteplease contact with us-whatsapp-01743175953
DeleteInterested in the course. How to get it? Please send me details.
ReplyDeleteplease contact with us-whatsapp-01743175953
ReplyDelete